শিক্ষা হোক সবার
আমার সোনার বাংলাদেশে
শিক্ষা সবার চাই,
শিক্ষা জ্ঞানের মহামন্ত্র
বিকল্প আর নাই।
অনগ্রসর এ সমাজটাকে
এগিয়ে নিতে চাও?
অন্ধকার আর অজ্ঞতাকে
বিদায় দিয়ে দাও।
বন্ধ হোক শিশুশ্রম আর
নির্যাতনের জ্বালা,
তবেই ফিরে আসবে ধরায়
নতুন দিনের পালা।
নিশ্চিত হোক শিক্ষা সবার
কোনো উপায় নাই,
শিক্ষাতেই দেশের মঙ্গল
সবাই খুঁজে পাই।
অনন্যা/জেএজে