শিউলীর ঘ্রাণ
শিউলীর ঘ্রাণে মাতোয়ারা
প্রকৃতির চারপাশ,
শিশির সিক্ত বন বনানী
সিক্ত দূর্বাঘাস।
শুভ্র সতেজ শিউলীতলা
ফুলে ফুলে হয় সাদা,
শিউলীর ঘ্রাণে বাড়ে বেজায়
শরতের মর্যাদা।
ভোরবেলাতে শিউলীতলায়
পাগল সবার মন,
ঋতুর রানী শরৎ এলেই
উৎসব সারাক্ষণ।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
শিউলীর ঘ্রাণে মাতোয়ারা
প্রকৃতির চারপাশ,
শিশির সিক্ত বন বনানী
সিক্ত দূর্বাঘাস।
শুভ্র সতেজ শিউলীতলা
ফুলে ফুলে হয় সাদা,
শিউলীর ঘ্রাণে বাড়ে বেজায়
শরতের মর্যাদা।
ভোরবেলাতে শিউলীতলায়
পাগল সবার মন,
ঋতুর রানী শরৎ এলেই
উৎসব সারাক্ষণ।