ডেনমার্কে দুই প্রবাসী বাঙালি নারীর উদ্যোগে ঈদ মেলা
ডেনমার্কে দুই প্রবাসী বাংলাদেশি নারীর উদ্যোগে ঈদ মেলা ও এশিয়ান ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি দেশটির নরব্রো শহরের স্পোর্টস কমপ্লেক্স নরব্রোহ্যালেনে এই মেলার আয়োজন করা হয়। বিউটি অ্যান্ড ফ্যাশন স্পেশালিস্ট ইফ্ফাত আরা সামান্তা ও শিল্পি খান যৌথভাবে এই মেলা আয়োজনের উদ্যোগ নেন।
মেলার উদ্বোধন করেন ডেনমার্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার সাকিব সাদাকাত। ডেনমার্কে বসবাসরত বাংলাদেশিদের যোগাযোগ বাড়াতে এধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরার উদ্যোগের প্রশংসা করেন।
বাঙালি সংস্কৃতি ও ঈদ উদযাপনের নানা অনুষঙ্গ ও পোশাকের পসরা ছিল এই মেলায়। ছিল বাঙালি খাবারের পরিবেশনা। প্রায় ৪ হাজার দর্শনার্থী এতে অংশ নেন। এ প্রসঙ্গে অন্যতম আয়োজক ইফ্ফাত আরা সামান্তা বলেন, ‘আমরা চেষ্টা করেছি নারী উদ্যোক্তাদের বিভিন্ন কাজ এই আয়োজনের মাধ্যমে তুলে ধরতে। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত শিশুরাও এখানে এসে দেশের সংস্কৃতির আবহ দেখার সুযোগ পেয়েছে। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’