যেখানেই থাকো–
যেখানেই থাকো ভালো থেকো খুব,
আমার শহরে না হয় দারুণ খরা
তোমার শহরে বৃষ্টি অঝোর-ধারা
একটু জলেই স্মৃতিগুলো দেয় ডুব।
অধরা মনের রাতের খিড়কি খুলে,
উড়ে যায় ঘুম নিত্য দুচোখ খোলা
বিষাদ-নদীতে করুণ সুরের দোলা
প্রভাতেরা কাঁদে স্বপ্নভাঙার কূলে।
তোমার চাওয়া পাখা মেলে ঐ দূরে,
চোখের নদীরা পেরোয় অনেক পথ
ঝলমলে রোদে বিকেল বেলার রথ
সন্ধ্যে হলেই হারায় রাতের ভিড়ে।
আলো-আঁধারির এই’যে নিত্য খেলা,
কার বা সাধ্য ভাঙবে এমন রীতি
সুখ আর দুখে গাঁথা হৃদয়ের প্রীতি
এভাবেই সাজে জীবনের সব মেলা।