নিমেষেই অচেনা
যে চোখ তোমার বাড়ি ফেরার বিলম্বে
মাঝ রাত জেগে থেকে চোখের নিচে
ফেলেছে কালির দাগ।
আজ তাকে তোমার লাগে বড্ড বেমানান।
যে তোমার সংসার সাজানোতে
ভুলে গেছে নিজের দিতে সাজ,
আজ এত বেশি অসুন্দর রূপ তার।
আজ তোমার পেটের ক্ষুধা মেটাতে
ক্লান্ত মন আর ঘামে ভেজা শরীরের দাঁড়িয়ে থাকা মানুষটা,
আহা বড্ড বেশি দুর্গন্ধ ছড়ায় তোমার চারপাশ।
তোমার স্মৃতি আঁকড়ে বাঁচার আশায়
নিজের শরীরে যে দিল ঘর করে আর একটা প্রাণের।
তাকে আজ তোমার চোখে লাগে বেঢক বেমানান।
তোমাকে নিশ্চিন্তে রাখতে যে করে যায় চেষ্টা নিরন্তর,
আজ তাকেই তোমার নেই প্রয়োজন।
তোমার পকেটের চিন্তা করে যে করেছে শত ইচ্ছার দাফন,
আজ তার চেয়ে অন্য কেউ বেশি তোমার আপন।
তোমার সুখ দুঃখ প্রকাশের একমাত্র জায়গা ছিল যে,
আজ তোমার গোপন মিথ্যার শিকার হলো সে।
আজ যাকে বন্দী করে পায়ে দিলে শিকল পরিয়ে,
একদিন তার জন্যই তোমার অন্তর ডুকরে কাঁদবে।
যার উপর নির্ভর করে গড়েছ তোমার মজবুত ঘর,
এক নিমেষেই অচেনা হয়ে তাকে করে দেও পর।