Skip to content

৯ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কষ্টফুল

কার হাতের তালু হতে তোমার তালুতে ওম নিবে!
সে তো কুমারী রোদের সোনালি চুলের ঘ্রাণে নিমগ্ন
ভগ্ন মনের কালশিটে দাগে কষ্টরা কোরাস গায়
সুখের শামিয়ানায় নিষুপ্ত শ্রোতার তাতে কী আসে যায়?

আমার স্বপ্নগুলো তো সাজাপ্রাপ্ত ফেরারি আসামি
ভিনদেশি সীমান্তরক্ষীর হাতে বন্দি- মুক্তি মিলেনি
আহা, সুখের খেয়ায় তোমাকে যদি নিতে পারতাম!
কিন্তু হায়! বুকজুড়ে আমারো শুধু কষ্টের হিমালয়।

তোমার প্রতিটি কষ্ট যেন এক একটি সন্তপ্ত প্রেম
প্রতিটি শ্বাস যেন এক একটি অনিকেত বিশ্বাস
তোমার দুঃখের অবরুদ্ধ ক্রন্দন আমাকে টানে
বাঁধ দিতে চাই তোমার সমুদ্রনীল চোখের বানে।

তুমি যদি পাশে এসো,
দু’জনার ভগ্ন প্রাসাদের ধূলি উড়া আকাশের নিচে
এসো দুঃখ চাষাবাদ করি এ যৌথ পাথুরে জমিনে
কষ্টের সাথে কষ্টের আলিঙ্গনে ফুটবে যে কষ্টফুল
নাম দিবো তার ‘সুখ’- তদ্বারা কষ্ট বাঁচাবো বিলকুল।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ