এই শহরে ঘুম ভাঙে না
এই শহরে ঘুম ভাঙে না লাজুক রোদের,
গাছের পাতারাও নেই ফিসফাস করার।
স্বপ্নেই কেবল নদীর দেখা পাই বাস্তবে পাই নদীর তৈলচিত্র।
আমার ছবি কেউ এঁকেছিল কি না, জানতে পারিনি,
রোজ কার বিষণ্নতা
চারুলতা পারুলতা এখন নিউজার্সিতে বাস করে,
পরণে শাড়ির বদলে রঙিন টিশার্ট।
আর আমি এখনো পৌরাণিক স্বপ্নে বিভোর এক যুবক,
রাজপথে সংগ্রাম এখন লোক দেখানো প্রহসন মাত্র
আমার ঘরেই নেই চাল ডাল তেলের সমাহার।