ধান কাটার মওসুম কনক কুমার প্রামানিক প্রকাশ: ৭ মে ২০২৩, ০৩:৪৮ পিএম · ৭ মে ২০২৩, ০৩:৪৮ পিএম সবুজ ধানে লেগে গেছেপাকা সোনার রঙ,সোনায় ভরা মাঠ দেখেখুশি চাষির মন। মাঠে মাঠে ব্যস্ত চাষিসোনা ধান কাটতে,রোদ জলে পরোয়া নাইশুধু জানে খাটতে। সহসাই আসতে পারেঝড় বৃষ্টি খেলা,খুব জোরে হাত চালায়গত করে না বেলা Share