নেমন্ত
আসলে দেশে হেমন্ত
লাগে কেমন কেমন তো,
সোনার ধানে ভরলে গোলা
এসো তুমি, নেমন্ত।
আতব চালের গরম ভাতে
কাতল মাছের মাথা –
খেতে এসো, কুঁড়েঘরে
দস্তর-আসন পাতা।
খুব সকালে শিশিরজলে
ভিজবে যখন পা,
বলবে তুমি – বাহ্ কী দারুণ
আর তো যাবো না।
আমার তখন আউলাবাউল
হবে এ মন তো,
নবান্ন উৎসবের কালে
তোমায় নেমন্ত।