এ কেমন স্বাধীনতা
স্বাধীনতার কথা বলে
অসভ্যতার পথে চলে,
নেই তো কোন মান,
শালীনতা ভুলে গিয়ে
ছোট্ট পোশাক গায়ে দিয়ে
করে কত ভান।
মূল্যবোধের ভীষণ অভাব
মন্দ কর্ম করা স্বভাব
চরিত্রের নাই ঠিক,
পাপের পথে দিয়ে সাড়া
অশ্লীলতা করে যারা
জানাই তাদের ধিক।
অবাক লাগে কথা শুনে
বিবেকটাকে ধরছে ঘুণে
করে কত রেষ
নেট জগতে হতে নামি,
হচ্ছে তারা বিপথগামী
মান সন্মানটা শেষ।
যুব সমাজ ধ্বংস করে
শয়তানের পথ ধরে
লজ্জা সরম নাই ,
করতে চায় যে সব নগ্নতা
এই টা কেমন স্বাধীনতা?
জানতে আমি চাই?