Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইটালির সিরি আ’তে প্রথম নারী রেফারি

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় লিগ ইতালির সিরি’আ তে রবিবার (২ অক্টোবর) মুখোমুখি হবে সাসুওলো এবং স্যালেরেন্টিনা। এই ম্যাচ দিয়েই ইতিহাস গড়তে চলেছেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। কোনো দলের ফুটবলার নয়, প্রথম নারী রেফারি হিসেবে সিরি’আর ম্যাচ পরিচালনা করবেন কাপুতি।

কাপুতির ম্যাচ পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছে ইতালির রেফারি অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রধান আলফ্রেডো ত্রেনতালাঙ্গে জানান, ‘আমরা কাউকে বিশেষ সুযোগ করে দেইনি৷ মারিয়া সোলে এটা অর্জন করেছেন।’

কাপুতি গত মৌসুমে ইতালির তৃতীয় বিভাগের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এরপরই তাকে শীর্ষ রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

বৈশ্বিক ফুটবলে নারী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার হার দিন দিন বেড়েই চলেছে। নারী রেফারিদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ফ্রান্সের স্টেফানি ফ্রাপার। নারীদের ম্যাচ ছাপিয়ে পুরুষদের বিশ্বকাপ বাছাই, চ্যাম্পিয়নস লিগ আর লিগ-ওয়ানের ম্যাচও পরিচালন করেছেন ফ্রাপার।

আসন্ন কাতার বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্যও তিনজন নারী রেফারিকে নির্বাচিত করেভহে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

অনন্যা/এআই

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ