বেলা শেষে
পরিত্যক্ত জরাজীর্ণ পুরনো বাড়ি-
শ্যাওলার জালে দেয়াল আবৃত
নব প্রাসাদে নিমগ্ন উত্তরাধিকারী
মোহে ভুলে যায় শেকড়ের কথা।
ধার করা সভ্যতায় গড়ে সমাজ-
ডিএনএ মিলছে না চরিত্রের সঙ্গে
বেলা শেষে অস্তিত্ব ডুবে বিবেক জলে
সর্বদা মন উদ্ভ্রান্তের মতো ছুটে চলে।
মা মাটি আর মানুষ নিয়েই শান্তির রেখা
মেকিত্ব সুখে ভেবে দেখ, তুমি কিন্তু একা।