তালগাছ
সুউচ্চ তালগাছে
পাকা তালে ভরা,
পথঘাট ঘ্রাণে ভরে
প্রাণ আত্মহারা।
শরতের পাকা তালে
কত মিষ্টি পিঠা,
মন ভরে পিঠাপুলি
লাগে বড় মিঠা।
ধুপধাপ তাল পড়ে
দিনরাত্রি ধরে,
গাছতলা সদা ভিড়
পাকা তাল পড়ে।
মন খুশি এ শরতে
প্রকৃতিও সাজে,
মাঠে মাঠে কচি ধানে
ব্যস্ত চাষি কাজে।
অনন্যা/এসএএস