রিয়েলমি নিয়ে এলো ডুয়াল সিম ফাইভ জি সাপোর্টেড স্মার্টফোন
ফাইভজি নেটওয়ার্কের আওতায় রিয়েলমি ৭ স্মার্টফোনের নাম ঘোষণা করেছে স্বতন্ত্রভাবে বাজারে আসা অপ্পোর অন্যতম সাবব্র্যান্ড রিয়েলমি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন এ ফোনটি চীনে চলতি বছরের আগস্টে রিয়েলমি ভি ৫ নামে আত্মপ্রকাশ করেছিল।
যাহোক, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ এসসি পাওয়ারিংয়ের মাধ্যমে রিয়েলমি ভি ফাইভকে আপগ্রেডের মাধ্যমে রিয়েলমি ৭ কে ফাইভজিতে রূপান্তর করা হয়েছে।
নতুন স্মার্টফোনটিতেও থাকছে ১২০ হার্জ ডিসপ্লে, ফাইভজি, কোয়াড রিয়ার ক্যামেরা ও হোল পাঞ্চ ডিজাইনের ডিসপ্লে। এ ছাড়া ফোনটি আসছে রিয়েলমি ৭ আই এর আপগ্রেড হিসেবে, যা সেপ্টেম্বরে বাজারে আনে এ চীনা মোবাইল নির্মাতা কোম্পানিটি।
ডুয়াল সিমে ফাইভ জি সংযোগের স্মার্টফোন রিয়েলমি ৭ দামের দিক থেকে প্রথম ফোন হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।