Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অশ্রু মাখা চিঠি

শেষ চিঠিতে বলেছিলে
ফেলে চোখের জল,
আমার মতো মানুষ পাবে
তুমি অবিকল!

 

ছয়টি বছর গত হলো 
দেখিনা সেই মুখ,
এমন করে আড়াল হয়ে
পাও কি মনে সুখ? 

 

কি অভিমান আমার সনে 
কিসের এতো ছল? 
তোমার কথা মনে পড়ে 
চোখে আসে জল!  

 

কোন অজানায় মেললে ডানা
আমায় করে পর,
অন্য কারো সাথে পাতলে 
স্বপ্ন সুখের ঘর! 

 

যে বেদনায় আমি জ্বলি
পুড়ে আমার মন,
সেই যন্ত্রণা দেখার মতো
নাই যে সময় ক্ষণ। 

 

পাইলাম কতো মানুষ আমি
তোমার মতো নাই, 
ভালোবেসে বলে না কেউ
তোমায় শুধু চাই! 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ