আমার কঙ্কাল শরীর রাজীব চৌধুরী প্রকাশ: ২ ফেব্রুয়ারী ২০২২, ০১:৩৯ পিএম আমার কঙ্কাল শরীর যদি ভালোবাসতে পারো তবে হাড় দিয়ে জড়িয়ে নেবো হাড়। শুনেছি, ভালবাসার পৃথিবী নাকি শরীরে মাংস গজাতে পারে শূন্য মরুভূমিতে এনে দিতে পারে রক্তের নদী। বেঁচে থাকি যদি এর বেশিকিছু দেওয়ার নেই আমার। Share