Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়, শাঁওলি মিত্র

শম্ভু মিত্রের চলে যাওয়াটা আমাদের অনেক বড় একটা ধাক্কা দিয়ে গিয়েছিল
শাঁওলি মিত্রের চলে যাওয়াও অনেক বড় একটা শিক্ষা
এভাবে আড়ালেই বুঝি চলে যেতে হয়!
এভাবে আড়ালেই যেন চলে যেতে হয়!
এভাবে আড়ালেই চলে যেতে হয়!

 

বাবার মতো কন্যাও, নিৰ্জনে
বাবার অনেক অভিমান ছিলো
এক বুক দুঃখ
এক বুক কষ্ট
কন্যা,বরাভয়l

 

সংগোপনে, ইতিহাসের মোচড় থেকেই
বুঝি এভাবে, যেন এভাবে
ইতিহাসের জন্ম, মৃত্যু, সৃষ্টি-স্থিতি-প্রলয়!

 

ভেতরটা কাঁপছে আমার
আলোর কণাগুলো কাঁপছে
কাঁপতে কাঁপতে অন্ধকারে কাঁদছে

 

বাবা – মা- সন্তান
মঞ্চ কাঁপানো সেই আলো
সেই ধারা
আজ আবহমান কালের গতিধারায়। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ