শীত এসেছে
শীত এসেছে, বছর ঘুরে
কাঁপন ধরেছে বুকে,
চাঁদর গায়ে, রাত্রি কাটে
ঘরের কোণে খাটে।
খেজুরের রস খেতে ভালো
শীতের সকাল বেলা,
মুখের হাসি দিতে গিয়ে
করিও না আর হেলা।
কত রঙ্গের পিঠা বানায়
বাড়ি বাড়ি চুলায়,
একটা পিঠা এদিক সেদিক
শিশুরা মুখ ফুলায়।
ভোর বেলাতে সোনালী সূর্য
পূর্ব আকাশে উঠে,
নতুন ধানে গোলা ভরে
কৃষকের হাসি ফুটে।