দীপ্যমানে এসো হে বসন্ত
দখিনা হাওয়ার গুঞ্জরণ শুনি আজ
ফুলে ফলে ভরা প্রকৃতির কারুকাজ।
ফাগুণ সমীরণে নিজেকে করি দান
বসন্ত মানে পূর্ণতা, বসন্ত মানে প্রাণ।
কবিতা গানে মুখরিত আমার দেশ
আনন্দ, উচ্ছ্বাসের নেই যেন শেষ।
ফসলের মাঠ বসন্ত ছোঁয়ায় রঙিন
কৃষাণির মুখের হাসিটা হয় সঙ্গীন।
গাঁয়ের বধূর মনে লাগে নব ফাগুন
শিমুলে শোভিত সৌন্দর্যের আগুন।
কুয়াশা চাদর নেয় সাময়িক বিদায়
বাসন্তী রঙে আজ প্রেমিকা সাজায়।
হে ঋতুরাজ ! দীপ্যমানে এসো তুমি
আনন্দে মুখরিত হোক এ জন্মভূমি।
আগমনে বিনাশ হোক মনে যত নষ্ট
তোমার স্পর্শে মুছে যাক সকল কষ্ট।