অসীমের সংস্পর্শ
অনন্ত আকাশের বিশালতায়
গড়েছি এই অন্তর,
জ্যোৎস্না ভরা চাঁদের আলোয়
পূর্ণ মনের ঘর।
কিনারাহীন সাগরজল এসে
মুছতে শেখায় পাপ,
মধ্যাহ্নের তপ্ত রবি শেখায়
শুষতে সকল তাপ।
দূর দিগন্তের পাহাড়গুলো
উচ্চ করে শির,
নদীর শান্ত ঐ চলার পথে
বুদ্ধি ধীরস্থির।
সবুজ বনানীর সজীবতায়
চির তরুণ মন,
অসীমের সংস্পর্শে কাটে
খুশিতে প্রতিক্ষণ।