Skip to content

২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একফোঁটা বৃষ্টি জল

একফোঁটা বৃষ্টি জল
গোধূলি কিনার ঘেঁষে হেঁটে যেতে যেতে বলে গেলো
তার বুকের গভীরে শায়িত বিশ্বাসের কবর
তরুণ শৈশবে যাকে লালন করেছে হৃদভূমে
আহা! আজ কবরের আঁধার দেশে ঘুমিয়ে আছে।
কত পাহাড় ভাঙলে বন্ধ হয় তার রক্ত স্রোত?
কত যন্ত্রণা অনলে পুড়ে রক্তগুলো হয় পানি?
কত গাঢ় অমবশ্যায় সমুদ্র জোয়ার ফুসে ওঠে?

একফোঁটা বৃষ্টি জল
শ্রাবণের মেঘ থেকে খসে পড়ে কদমের ফুলে
কদমের ফুল ভিজে সিক্ত জবজবে হয় রেণু
দক্ষিণা বাতাস স্রোতে গল্পগুলো ভেসে যায় দূরে
তারপর রৌদ্রে পুড়ে-প্রয়োজনে, প্রকৃতি নিয়মে
গল্পগুলো জমা হয়, সাজে উপন্যাসে পৃষ্ঠায়-পৃষ্ঠায়
অতপর নদী হয়, বয়ে চলে সমুদ্রের পথে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ