রূপের দেশ
রক্ত দিয়ে দেশ কিনেছি
রক্ত দিয়ে ভাষা,
লাল-সবুজের বাংলা আমার
মেটায় মনের আশা।
বাংলাদেশের আলো হাওয়া
সাগর পাহাড় নদী,
পাখপাখালি বনবনানী
দেখছি নিরবধি।
এমন রূপের দেশ দ্বিতীয়
পাই না কোথাও খুঁজে,
স্বপ্নরাঙা দেশটি দেখেই
চক্ষু নেবো বুজে।
বিল্লাল মাহমুদ মানিক প্রকাশ:
রক্ত দিয়ে দেশ কিনেছি
রক্ত দিয়ে ভাষা,
লাল-সবুজের বাংলা আমার
মেটায় মনের আশা।
বাংলাদেশের আলো হাওয়া
সাগর পাহাড় নদী,
পাখপাখালি বনবনানী
দেখছি নিরবধি।
এমন রূপের দেশ দ্বিতীয়
পাই না কোথাও খুঁজে,
স্বপ্নরাঙা দেশটি দেখেই
চক্ষু নেবো বুজে।