Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টির চারটি বিশ্ব আসরে খেললেও কখনোই ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। এবার সেই স্বপ্নের নাগাল পাওয়ার অভিযান জয় দিয়ে শুরু করলো বাংলাদেশের মেয়েরা।

 

প্রতিপক্ষের দেওয়া ২০২ রানের লক্ষ্য তারা দুই বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। ৪৯.৪ ওভারে বাংলাদেশের মেয়েরা সেই লক্ষ্য পেরিয়ে যায়।

 

হারারেতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে মহাবিপদে পড়েছিল জাভেইরা খানের দল। মাত্র ৪৯ রানে নেই হয়ে যায় পাঁচ উইকেট। বল হাতে আগুন ঝরাতে থাকেন রিতু মনি–নাহিদা আক্তাররা। নিদা দার এবং আলিয়া রিয়াজের ৬ষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২০১ রান।

 

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ১০ রানেই আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। আরেক ওপেনার শামিমা আক্তারও আউট হয়ে যান ৩১ রান করে। বাংলাদেশের জয়ের জন্য দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রুমানা আহমেদ ও ঋতু মণি। ৭ চারে ৩৭ বলে ৩৩ রান করে ঋতু মণি আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রুমানা। ৬ চারে ৪৪ বলে ৫০ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে ১৩ বলে ১৮ রান করেন সালমা খাতুন। ২ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। অল-রাউন্ড পারফর্মেন্সে ম্যাচসেরা হয়েছেন রুমানা আহমেদ।

 

এবার ‘এ’ গ্রুপে চারটি ও ‘বি’ গ্রুপে পাঁচটি—মোট ৯টি দল অংশ নিচ্ছে বাছাইপর্বে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্স পর্বে। সুপার সিক্সের পয়েন্ট তালিকায় নিজ নিজ গ্রুপ থেকে ওঠা দুই দলের বিপক্ষে প্রথম রাউন্ডে পাওয়া পয়েন্টও যোগ হবে। সুপার সিক্স শেষে শীর্ষ তিনটি দল পাবে নিউজিল্যান্ডের টিকিট। বাংলাদেশের পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ২৩ নভেম্বর একই মাঠে খেলবে বাংলাদেশ।

 

শুধু বিশ্বকাপই নয়, দলগুলো এই বাছাইপর্ব খেলেই আইডব্লুসির পরবর্তী চক্রে জায়গা করে নিতে পারে। সুপার সিক্স পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ পাঁচে থাকতে পারলেই সুযোগ মিলবে আইডব্লুসির তৃতীয় চক্রে। বাছাইপর্বের পাঁচ দল ছাড়াও এরই মধ্যে ২০২২ বিশ্বকাপে জায়গা করে নেওয়া পাঁচ দল খেলবে ১০ দলের সেই চ্যাম্পিয়নশিপে।
 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ