ন্যায় অন্যায়
অবিমৃষ্যকারী ভূষিত হয় সম্মাননার চৌকস পদকে-
নির্বোধরা রোমাঞ্চিত হয়ে আওরায় মর্মবাণী,
বিবর্ণ হয়ে গেছে আদর্শলিপির চিরচেনা বর্ণ গুলো,
আড়ালে চলে যায় জ্ঞানী, মূর্খের সাজে আজ বিজ্ঞানী।
দীর্ঘশ্বাস প্রতিবাদী হয়ে উঠে সীমাহীন যন্ত্রণায়-
পাল্টে গেছে সেদিনের ঘাটে শ্রম বিক্রি করা শিশুটিও,
শিরদাঁড়া উঁচিয়ে রাজহংস তেড়ে আসে আজকাল,
সময় করছে অন্যায়ের সাথে ন্যায়ের টিকে থাকার লড়াই।
সামঞ্জস্যতা স্থাপিত হোক আগামী প্রজন্মের কাছে,
সুশৃঙ্খল আসুক ফিরে শান্তির ডানায়,
বর্জন হউক অনিয়ম যা আছে।