এসো শিখি
সূর্য বলে আঁধার ঢেকে
আলোর পথে চলো,
চাঁদ বলে সুখে- দুখে
মনের কথা বলো।
পাহাড় বলে আমার মতো
উচ্চ করো শির,
সাগর বলে গভীর জ্ঞানে
খুঁজো আমার তীর।
আকাশ, বাতাস, নদী বলে
জীবন ছবি আঁকো,
আগুন বলে পাপ পুড়িয়ে
সবার সাথে থাকো।
ঝর্ণা বলে বিভেদ ভুলে
আমার মতো নাচো,
ঝড় বলে জীবন পথে
লড়াই করে বাঁচো।
এমন করে সবার কাছে
শিখছি প্রতিদিন,
জীবন ভরে থাকবো সবাই
ওদের কাছে ঋণ।