Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেমন্তের গান

হেমন্তবাও দোলা দিয়ে যায় কৃষকের আঙিনায়
প্রকৃতি যেন নতুন করে রূপরস ফিরে পায়।
পাকলো ধান, ভরলো মাঠ, কনক ধানের শীষে
মাঠের পরে মাঠ বিছানো দিগন্তে যায় মিশে।

 

গাঁয়ের কিষাণ-চাষি সবে ব্যস্ত মাড়াই কাজে
সোনাধানের আভা মেখে গেরস্ত আঙিনা সাজে।
ধানে ধান লেগে নাচছে বাতাস ঘেটুপুত্রের মতো
অন্ন খুঁজে ফিরছে শালিক টিয়াপাখি শত শত।

 

উড়ছে ফিরছে বক, দাঁড়কাক, চড়ুই সদলবলে
নদীর ধারে চখাচখিরা ব্যস্ত কোলাহলে।
বালির চরে পাতিহাঁসদল পোহাচ্ছে কড়া রোদ
চিলের পিছে ছুটছে ফিঙে নিচ্ছে প্রতিশোধ।

 

দু'তীরেতে আছে বসে কালিম কুড়ার দল
সুযোগ বুঝে কুমির ছানারা করছে চলাচল।
সাদা সাদা মেঘের ভেলা ভাসছে আকাশজুড়ে
নতুন ধানের গন্ধ সুবাস দোলা দেয় হৃদপুরে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ