Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই অক্ষর

দুই অক্ষরে নাম যার,
বাবা! তুমি জন্ম দাতা আমার,
অন্ন, বস্ত্র, বাসযোগ্য তুমি
হৃদয় আঙিনা মণি কোটা তুমি!

সকালে উঠে চোখ বুজিতে বুজিতে
টেবিল খানা ভর্তি নানা আয়োজনে।
মন আনন্দে ভরে উঠে এতো ফলনে

বাবা! আনিয়াছে মায়া,মমতা, স্নেহ ভরে

কত আবদার পূরণে অক্ষম-
তবুও বাবা! নতুন সাজনে,
দুই হাত পকেটে ভরি
পাঁচ টাকা হাত কড়ি
যাও তুমি রুদ্ধশ্বাসে, তীব্র গরমে মাঠে চলি!

হাসি উৎফুল্লে চলি শপে!
শুধু রুটি হবে এই মানে।
কত আশা আকাঙ্ক্ষা থেকে যায় মনে,
আমার বাপ তবুও বিদ্রোহ কর সংসারে!

দুই হাত দুই পা হামাগুড়ি
আশার আলো জাগে জীবন জুড়ি!
ছুটে চলি অদূর গহীন
হঠাৎ একদিন ফজরের তরে
আকাশে ধ্বনির কম্পন উঠে!

মরহুম চলিছে ঐ পারে!
বিজলি! ঝলক যেন মাথায় পড়ে,
সান্ত্বনা ভাণ্ডার শুনেছে সবে!
এক খানা কাগজে লিখে রাখে বাবা,
অক্ষম আমি, তবুও শত আশা পূরণে

ভাল থাকিও জন্ম ভূমির তরে।
এই পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে
লিখে রাখ বাবা! নামটি
দুই অক্ষরে!

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ