রাজা রানীর গল্প
রাতের রানী ধরা পড়ে
রাজা থাকে নিরাপদ,
নাটেরগুরু ধরে এনে
ভাঙ্গতে হবে গিরা-পদ।
মলা ঢেলা ছেড়ে যদি
মাছ ধরা যায় রাক্ষুসে,
জলের পোনা রক্ষা পাবে
হোক পুকুরের কাক্কু সে!
জাতির ফোঁড়া এই লুটেরা
দেশ নিয়েছে রসাতল,
এই চোরাদের টানতে লাগাম
বলছে মানুষ অনর্গল।
রাতের রানীর রাজাদেরও
মুখোশটা হোক উন্মোচন,
সব পাপীদের ধরে এবার
চলুক দেশের ঘুণ মোচন।