বাইশে শ্রাবণে
আজ আকাশ এত ভেজা কেন
মাটি কেন শোকে পাথর
বকুলের চোখ রাঙা কেন
দোলনচাঁপা, শূন্য এ ঘর
হঠাৎ প্রদীপ নিভে গেলে
হঠাৎ পাখি উড়ে গেলে
পড়ে থাকে,খাঁচাটুকু শুধু সার
শেকলে বাঁধা এ মন
তোমার আমার
সাথে নিয়ে গেলো যেন
রামধনুতে মেলানো, সপ্তদ্বীপ
চিরকালীন, বেদনার সুর
শুধু তোমার জন্য হে কবি
শুধু তোমার জন্য, হে রবি ঠাকুর