Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবাদে সরব শোবিজ তারকারা

প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহকালে কর্মকর্তাদের দ্বারা হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং পরে তাকে গ্রেফতার করা হয়। লাঞ্ছিত ও গ্রেফতারের প্রতিবাদ জানান বিভিন্ন পেশার মানুষ। আর এই তালিকা থেকে বাদ যায়নি শোবিজ তারকারাও। এমন ঘৃণ্য ঘটনায় প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি অভিনয়শিল্পী, সুরকার,কণ্ঠশিল্পী, নাট্যনির্মাতা থেকে সবার। 

 

প্রতিবাদে সরব শোবিজ তারকারা

 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুক পেজে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা! রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোন ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাক্‌স্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হল? রোজিনাকে তাঁর পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

 

প্রতিবাদে সরব শোবিজ তারকারা

 

আয়নাবাজি খ্যাত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, করোনার কারণে আমরা যে মুখোশ পরা শুরু করেছি, সেই অভ্যাসটা থাকুক। কিন্তু আসুন, আসল মুখোশটা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলি, “রোজিনা ইসলামের মুক্তি চাই”।’

 

প্রতিবাদে সরব শোবিজ তারকারা

 

আর জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতপরিচালক প্রিন্স মাহমুদ প্রতিবাদ জনিয়ে লিখেছি, ‘বাঘিনী, এই মুহূর্তে তোমার মুক্তি চাই না। তুমি একটি উপলক্ষ মাত্র। তোমার মাধ্যমেই স্বাস্থ্য বিভাগের দুর্নীতিপরায়ণ মন্ত্রী-আমলা ধ্বংস হবে, মাথা উঁচু করে থাকো আর চিৎকার করে গাও “তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছ বিধির শক্তি হ্রাস। সেই ভয়-দেখানো ভূতের মোরা করব সর্বনাশ।’

 

জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, কালকের ঘটনাটার মাঝে এক ধরনের মাস্তানির ভাব আছে! সাংবাদিক সমাজের উচিত এই বাড়াবাড়ি বা মাস্তানির ঘটনায় যারা জড়িত তাদের সবার বিচার নিশ্চিত করতে সোচ্চার থাকা! এবং রুটিন করে আগামী এক মাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের দুর্নীতি নিয়ে আরো বেশি বেশি রিপোর্ট করা! যা তারা থামাতে চেয়েছে, তাকেই আরো জ্বালিয়ে দেয়াটাই হবে আসল উত্তর! 

 

প্রতিবাদে সরব শোবিজ তারকারা

 

এদিকে অভিনেত্রী শাহনাজ খুশী এমন ঘৃণ্য ঘটনার বিচার চেয়ে লিখেছেন, সরকারের চেয়েও কি শক্তিশালী তারা? অসুস্থ লাগছে ভাবতে। অরাজকতার একটা সীমা থাকা দরকার। রোজিনা আপা, আমরা লজ্জিত-দুঃখিত। প্রতিবাদ জানাই, তার নিঃশর্ত মুক্তি চাই এবং সঠিক তদন্তসহ বিচারের জোর দাবি জানাই!’

 

প্রতিবাদে সরব শোবিজ তারকারা

প্রতিবাদ জানতে কিছুটা ব্যতিক্রম ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। 'সত্যকন্যা রোজিনা’ শিরোনামে একটি গান লিখেছেন তিনি। গানটিতে কণ্ঠ দেওয়া থেকে সুরও করেছেন কোনাল নিজে। গানের সেই ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, রোজিনা আপা একজন সৎ, সাহসী সাংবাদিক। তার ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই। দোষীদের উচিত শাস্তির দাবি জানিয়ে আমার এই গান। তার এই ইতিমধ্যে অসংখ্য শেয়ার হয়েছে সেই গান। 

 

প্রতিবাদে সরব শোবিজ তারকারা

 

এছাড়াও আরো অনেক বিনোদন তারকা সাংবাদিক রোজিনা ইসলামকে সমর্থন করে তাদের নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছেন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ