বাবাকে কাছে পেতে ওয়ার্নার কন্যার আর্তি
ভারতে করোনা সংক্রমণ মারাত্মক হারে বৃদ্ধি পাওয়ায় মাঝপথেই স্থগিত হয়েছে চলমান আইপিএলের ১৪তম আসর। আইপিএল স্থগিত হওয়ায় দেশে ফেরার জন্য বেশ মরিয়া অংশগ্রহণ করা বিদেশি ক্রিকেটাররা। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতের সাথে ১৫ মে পর্যন্ত বিমান চলাচল বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া।
আর তাই আইপিএল খেলতে আসা ডেভিড ওয়ার্নার ফিরতে পারছেন না তার পরিবারের কাছে। এই পরিস্থিতিতে বাবাকে কাছে পেতে ব্যাকুল তার তিন মেয়ে। ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রামে তার বড় মেয়ে আইভির লেখা একটি আবেগঘন চিঠি পোস্ট করেছেন।
ইনস্টাগ্রামে ওয়ার্নার একটি ছবিও প্রকাশ করেছে। ছবিতে পুরো পরিবারকে তুলে ধরেছে ওয়ার্নার কন্যা। ওয়ার্নার তার স্ত্রীর পাশাপাশি এবং তিন সন্তানের চিত্র অঙ্কন করা হয়েছে। ছবির নিচে বড় মেয়ে আইভির লেখা বার্তা, ‘বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমরা তোমাকে খুব ভালোবাসি। আমরা তোমাকে অনেক মিস করছি। তুমি সাবধানে থেকো বাবা।’
আর তাই আইপিএল শেষ হলে ওয়ার্নারসহ প্রায় ৪০ জন অস্ট্রেলীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের কেউ দেশে ফিরতে পারছেন না।