Skip to content

১লা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো সেঞ্চুরি হাঁকালেন জ্যোতি!

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে আবারো জ্বলে উঠেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচের দুটিতেই সেঞ্চুরি হাঁকালেন জ্যোতি। দ্বিতীয় ম্যাচের পর সিরিজের চতুর্থ ম্যাচেও অপরাজিত সেঞ্চুরির দেখা পায়  বাংলাদেশ নারী ইমার্জিং দলের এ অধিনায়ক।

 
রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে ওয়ান ডাউনে ব্যাট হাতে ক্রিজে আসেন জ্যোতি। ১৩২ বল মোকাবেলা করে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।  ৮ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে শত রানে পৌঁছান তিনি।   

 

নিগার সুলতানার এমন ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের বিপক্ষে ২৩৬ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ম্যাচটি বাংলাদেশ নারী ইমার্জিং দল ১০১ রানের বড় ব্যবধানে জয় পায়।  পাঁচ ম্যাচ ওয়ান ডে সিরিজে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল ৪-০ তে এগিয়ে আছে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ