ই-ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষনা

এন্টারপ্রেনারস ক্লাব অফ বাংলাদেশ (ই-ক্লাব) এর ২০২১-২২ সালের কার্যনির্বাহী কমিটি আজ গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কমিটি ঘোষনা আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপি। তিনি নতুন কমিটির সদস্যদের শপথবাক্যও পাঠ করান। সভাপতি হিসেবে মোহাম্মাদ শাহরিয়ার খান, সাধারন সম্পাদক কামরুল হাসান, নির্বাহী সহ সভাপতি মারুফ লিয়াকত, নির্বাহী সহ সভাপতি শাহীনূর আলম, যুগ্ম সাধারন সম্পাদক আরেফিন দীপু, সাংগঠনিক সম্পাদক সাহারা সুলতানা, সদস্য বিষয়ক সম্পাদক এম এম রিয়াজুল ইসলাম আপন, ইসি সদস্য ফারহানা সুলতানা মিম্মা, শিশির মাহমুদ নির্বাচিত হয়েছেন। এছাড়াও ই-ক্লাবের ৪টি ফোরাম ও ১৩ টি স্টান্ডিং কমিটি ঘোষনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন, এনভয় গ্রুপের পরিচালক শারমিন সালাম, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক, লিজার গ্রুপের এমডি নাজমুল হক ও বেশ কয়েকজন সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সালাম মুর্শেদী এমপি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছেন, উদ্যোক্তা তৈরীতে উৎসাহ দিয়ে যাচ্ছেন। সালাম মুশের্দী তার উদ্যোক্তা জীবনের নানা গল্প তুলে ধরেন।
ই-ক্লাবের নতুন কমিটির সভাপতি মোহাম্মাদ শাহরিয়ার খান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা নতুন দিনের বাংলাদেশে সরকারের উন্নয়নের অংশীদার হয়ে উদ্যোক্তাদের পাশে থাকতে চাই। সামনের সময় নানা কার্যক্রমে আরো গঠনমূলক ভাবে উদ্যোক্তাদের পাশে থাকবে ই-ক্লাব।