Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট 

আজ রোজ মঙ্গলবার প্রথম আলোর  জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

 

সকালে বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা উপস্থিত হলে সকলের সামনে সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন এবং সকলে একযোগে সংবাদ সম্মেলন ত্যাগ করেন। 

 

আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ কয়েকজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বসেন রোজিনা ইসলামের ঘটনা নিয়ে বক্তব্য দেওয়ার জন্য। তখন শামীম আহমেদ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  সংবাদ সম্মেলন বর্জন করেন। 

 

এসময় তিনি  বিএইচআরএফের পরবর্তী কর্মসূচি কি হবে তা কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় ঘোষণা করা হবে বলে জানান৷

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ