প্রযুক্তিতে নতুন মাত্রা, চীন বানালেন কৃত্রিম সূর্য!
প্রযুক্তির ব্যবহারে নিজেদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন চীন। আবিষ্কার করলেন কৃত্রিম সূর্য। যার তাপমাত্রা ১৫০ মিলিয়ন ডিগ্রির বেশি।
কৃত্রিম সূর্য মূলত নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকটর। রিঅ্যাকটরটির নাম 'এইচএল-২এম টোকামাক। চীন সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দাবি করছে তারা একটি কৃত্রিম সূর্য তৈরি করেছে। ফলে তাদের পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে।
বিজ্ঞানীরা জানান, চীনের এই বৃহত্তম ও আধুনিক নিউক্লিয়ার ফিউশনটির এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিভাইসের মাধ্যমে দূষণমুক্ত শক্তির উৎস উন্মুক্ত করা সম্ভব। গরম প্লাজমা দ্রবীভূত করতে এই রিঅ্যাকটর একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে, যা ১৫০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে টপকে যেতে পারে। অর্থাৎ সূর্যের থেকেও এটির উষ্ণতা ১০ গুন বেশি।
জানা যায়, চীনের দক্ষিণ পশ্চিম সিচুয়ান প্রদেশে গতবছর এই রিঅ্যাকটর তৈরির কাজ শেষ হয়েছে। ২০০৬ সাল থেকেই চীনের বিজ্ঞানীরা ছোট ছোট নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকটর তৈরির চেষ্টা করছিলেন।
তাদের দাবি এটি যে শুধু চীনের বিদ্যুৎশক্তির কৌশলগত চাহিদা মিটাবে তা নয়। ভবিষ্যতে শক্তি ও অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে।