কঙ্গনা ও বলিউড নেপোটিজম
বর্তমান সময় বলিউডের সবচেয়ে বেশি চর্চা হচ্ছে যে বিষয়টি নিয়ে। বলিউডের এই নেপোটিজমের বিষয় নিয়ে লড়াইয়ের কাণ্ডারি বলা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। তবে কঙ্গনার এ অভিযোগ ও লড়াই নতুন কিছু নয়। কিন্তু এ অভিযোগের নতুন যাত্রা শুরু হয় সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকে। চলতি বছর এর ১৪ জুন আত্মহত্যা করেন বলিউডের এই তরুণ অভিনেতা। আর তারপরই জন্ম হয় নানা ধরনের তর্ক-বিতর্কের। আর আলোচনায় আসে বলিউড নেপোটিজমের বিষয়টি।
'
সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর বিশাল সংখ্যক নেটিজেনরাও সমর্থন করেন কঙ্গনা রানাওয়াতকে।
?
ছোটবেলা থেকে গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের বড় হয়েছেন তিনি। তার কাছে সম্মানটাই সবচেয়ে বড় সম্পদ।
যার বহিরাগত পছন্দই নয়। যিনি নেপোটিজমকে আরও বিস্তৃত করেছেন। যিনি একজন মুভি মাফিয়া।’
সারা আলি খানসহ আরও কয়েকজনের ইন্ডাস্ট্রিতে আসার আগের কিছু ছবি তুলে ধরে করণের চোখে আঙুল দিয়ে তার জবাব দিয়েছিলেন।
''
? ''
র চরিত্রের মতোই দুর্দান্ত ও কঠোরভাবে নারীর ক্ষমতায়নের বিশেষ রূপ তুলে ধরছেন কঙ্গনা।