ফের শিরোনামে সানা খান!
নিজের মত করে জীবন কাটাবেন বলে প্রায় দেড় মাস আগে অভিনয় জগত ছাড়েন এই বলিউড অভিনেত্রী। ইসলামের আদর্শে পরবর্তী জীবন পরিচালনার লক্ষ্যে গত ৮ অক্টোবর সানা সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্টের মাধ্যমে বিনোদন জগত থেকে বিদায়ের কথা ঘোষণা করেন। আর এরই মধ্যে গুজরাটের এক মুফতি আলেমকে বিয়ে করলেন সানা খান।
ভারতের ইটাইমস টিভিতে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে এই নবদম্পতিকে খুব হাস্যজ্বল ভাবে দেখা গেছে।
অভিনয় ছাড়ার সময় সানা সকলের কাছে অনুরোধ করে বলেন, তার অভিনয় জগত নিয়ে কেউ যেন আর কোনো আলোচনা না করেন।