প্রকৃতির ভালবাসা
আয় রে খুকু গাছের তলায়
জুড়াই বসে প্রাণ,
এইখানেতে শীতল পরশ
আছে মায়ের ঘ্রাণ।
ফুল -পাখিরা গান শোনাবে
বৃক্ষ দেবে ছায়া,
দেখবি খুকু এই মাটিতে
আছে যাদুর মায়া।
কিচিরমিচির মিষ্টি ডাকে
ফিরবে পাখি নীড়ে,
জোনাকিরা আলো জ্বেলে
রাখবে আঁধার ঘিরে।
জোছনা-মাখা চাঁদখানা তোর
গালে দেবে চুম,
ঝিঝি পোকা গান শুনিয়ে
পাড়িয়ে দেবে ঘুম।
রং তুলিতে সোনা রঙে
আঁকবে তোর ছবি,
বুক-পাঁজরে রেখে তোরে
উঠবে হেসে রবি।