Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঝরা পালকের স্মৃতি

ঝরা পালক তুমি কি আমার পূর্বজন্মের ছায়া
শুকনো পাতার বিছানায় শুয়ে আছি রৌদ্র চুম্বনে
শিশির ফোটার মতো

বালিতে খেলনা গাড়ি দাগ কেটে যায়
উদাসীন আমি রাতের বুকে
নিজেকে খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে
যেখানে হারিয়ে যেতে থাকি
সেখান থেকে রোজ আমার পুনর্জন্ম ঘটে
মায়ার কলসীর জল বুকের ভেতর শুকিয়ে আসে

একটা আমিকে কবরে শুইয়ে রেখে
যেমন একটা আমি গাছ হয়ে ওঠে রোজ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ