যখন স্তব্ধ বর্তমান
গোধূলি বেলায় যখন স্তব্ধ বর্তমান-
নিমিষেই অতীত হয় সকাল-দুপুর-রাত,
হিসাবের খাতায় জমা পড়ে কর্মফল,
কিছু কথা, কিছু মর্মব্যথা স্মৃতির আড়াল।
ঝরে যায় পর্ণমোচী’র পাতা নিয়ম করে-
সময়টা পুনরায় সাজিয়ে দেয় সবুজে,
স্বযত্নে বক্ষে লালন করা অস্তিত্ব বিলীন,
দুঃখ ভুলে আগামীর পথে চলুক জীবন।
অনন্যা/এসএএস