বৃষ্টির দিনে বাইরে যাবেন কিভাবে?
পঞ্জিকায় গ্রীষ্ম এখনো শেষ না হলেও বর্ষার আগমনী বার্তা শোনা যাচ্ছে। আর বৃষ্টির দিনে বের হওয়া ঝামেলার কাজ। কিন্তু বের হওয়া তো এড়িয়ে যাওয়া যাবে না৷ বিভিন্ন প্রয়োজনে বের হতেই হবে। তাই বের হওয়ার জন্য বেছে নিতে হবে বর্ষার উপযোগী সাজ-পোশাক।
এই যেমন সুতি কাপড় পরিহার করে লিলেন, সিল্ক, হাফ সিল্ক, জর্জেট, শিফন এই ধরনের কাপড়কে রুটিনে রাখুন।
পায়জামা বেছে নিন আঁটোসাঁটো। ঢিলেঢালা পায়জামা বৃষ্টিতে ভিজা স্যাঁতস্যাঁতে ভাব কে আর অস্বস্তিকর করে তোলে।
বর্ষায় একটু রঙিন কাপড়ই যেন সৌন্দর্যকে ধরে রাখে। সাদা বা কালো একেবারেই এড়িয়ে চলুন৷ কারণ সাদা বা কালো পোশাকে কাদামাটির দাগ লাগলে সহজেই চোখে পড়ে।
বর্ষার দিনে মেকআপের ক্ষেত্রে থাকতে হবে সচেতন। হালকা মেকআপই এক্ষেত্রে ভালো। কারণ কখন কিভাবে এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেলো আর ভারী মেকআপের হাল হয়ে গেলো খারাপ৷ তাই হালকা মেকআপ নিন। কাজল মাশকারা অবশ্যই যেন ওয়াটারপ্রুফ হয়।
চুল রাখুন একটু শাসনে। বৃষ্টির দিনে খোলা চুল ভেজা আর্দ্রতাকে খুব একটা আরামদায়ক করে না৷ তাই চুল রাখুন বেঁধে। খোঁপা কিংবা বিনুনি করতে পারেন৷ খোঁপায় গুঁজে দিতে পারেন মৌসুমি কোনো ফুল।
বর্ষায় বের হওয়া বিরক্তির না হয়ে স্বস্তির করে তুলতে দৈনিক জীবনে একটু পরিবর্তন আনাই শ্রেয়।
অনন্যা/এসএএস