বুষ্টি হলো
বৃষ্টি হলো সৃষ্টি অপার রুম-ঝুমাঝুমঝুম
খোকান সোনার উদাস হৃদয় নেই কো চোখে ঘুম
চাঁদমামাটা লুকিয়ে আছে মেঘের কোলে হায়
হিজলতলায় ডোবানালায় ব্যাঙ বাবাজি গায়।
পুকুর খালে মাছ যে নাচে ডুবলরে পথঘাট
ডুবছে কারো বসত ভিটা ডুবছে খেলার মাঠ।
ঝিঁঝি ডাকে থেকে থেকে কাঁদে কুকুর খুব
মামনিটার আঁচল তলে দ্যায়রে খোকন ডুব!
দূরে ডাকে শেয়াল মামা আঁধার ঘন রাত
বাজ পড়েছে গাছের মাথায় ভড়কে যাই হঠাৎ।