Skip to content

‘সন্তানরা পর্দায় আমার কান্না দেখতে পছন্দ করে না

‘সন্তানরা পর্দায় আমার কান্না দেখতে পছন্দ করে না

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের অবস্থান পোক্ত করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। এবার তিনি হাজির হচ্ছেন এক নতুন ঘরানার ছবিতে—ভৌতিক গল্প নিয়ে নির্মিত আসন্ন সিনেমা ‘মা’।

এটিই তার প্রথম হরর-ধর্মী সিনেমা, যার প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।দীর্ঘ ও বৈচিত্র্যে ভরা অভিনয়জীবন সত্ত্বেও ‘মা’ ছবিটি কাজলকে এক ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সিনেমাটির অভিজ্ঞতার পাশাপাশি একজন মায়ের দায়িত্ব, সন্তানদের লালন-পালন এবং নিজের ব্যক্তিগত ভাবনাও শেয়ার করেছেন।

সাক্ষাৎকারে কাজল জানান, পর্দায় যখন তাকে কান্নার দৃশ্যে দেখা যায়, তার সন্তানদের তা একদমই ভালো লাগে না। মা হিসেবে কাজল যে ভালোবাসা ও আবেগ নিয়ে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেন, তা পর্দার বাইরেও স্পষ্ট।

সিনেমার ট্রেলারে দেখা যায়, কাজলের চরিত্রটিকে নির্যাতন করা হয়, তার হাড় ভেঙে দেওয়া হয়। তিনি জানান, এই দৃশ্য দেখে অনেকেই বিরক্ত হয়েছেন। অনেকেই বলেছেন, এমন দৃশ্যে তারা তাকে দেখতে চান না।

এই অভিনেত্রী এটাও জানান, তার সন্তানরা ট্রেলারটি দেখেছে। কিন্তু তারা পুরো সিনেমাটি দেখবেন কিনা তা নিয়ে তিনি সন্দিহান।

কাজল বলেন, ‘আমি আশা করি আমার ছেলে-মেয়ে এই সিনেমাটি দেখবে।’ এরপর তিনি হেসে বলেন, ‘তবে নিসা (মেয়ে) সম্ভবত এটি দেখবে না! কারণ, সে ভৌতিক গল্প পছন্দ করে না।’

এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়, তার সন্তানরা তার কাজ সম্পর্কে মতামত দেয় কিনা। এই প্রশ্নে কাজল বলেন, “তাদের সবসময়ই মতামত ছিল আমার কাজের ব্যাপারে। তারা একটি বিষয়ে খুব স্পষ্ট কথা বলে, ‘আমরা তোমাকে পর্দায় কাঁদতে দেখতে পারবো না! তোমার বাবার মতো সিনেমা করা উচিত। ‘গোলমাল’-এর মতো সিনেমা করো!’ তারা চায়, আমি এমন ছবি করি যেখানে শুধু হাসি থাকবে। আসলে, সন্তানরা পর্দায় আমার কান্না দেখতে পছন্দ করে না।”

বলা প্রয়োজন, বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’-তে কাজল ছাড়াও অভিনয় করেছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্তসহ অনেকে। ছবিটি ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।