অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী
প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক বছর ধরে। বিয়ের কথা বললে সব সময় উত্তর শুনা গিয়েছে এখন নয়, পরে। তবে সেই পরেটা যে এত চমকপ্রদ হবে তা কারো কল্পনাই ছিল না।
ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের দেড় সপ্তাহ পর ছবি প্রকাশ করলেন তিনি।

আজ দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। কান্নাঝড়া আবেগপ্রবণ আনন্দের একটি ভিডিও শেয়ার হয়েছে গণমাধ্যমে। আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল। গতকাল রোববার গায়েহলুদ ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন। বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল। বিয়ে নিয়ে আলোচনার মধ্যে নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবীন। কনে সাজে মোহনীয় মেহজাবীনকে ক্যামেরার সামনে দেখা গেছে তাঁকে। ছবি প্রকাশের ৩০ মিনিটের ব্যবধানে ১লক্ষ বেশি রিঅ্যাক্ট পড়েছে।
তারকারা এছাড়াও মেহজাবিনের শুভাকাঙ্ক্ষীরা এবং ফ্যান ফলোয়াররা তাকে ফেসবুকের মাধ্যমেই শুভেচ্ছা জানাচ্ছে।