এবার নতুন আতঙ্ক ইয়েলো ফাঙ্গাস
করোনা কালেই নতুন এক আতঙ্ক হয়ে দেখা দেয় ব্ল্যাক ফাঙ্গাস। যা থেকে মৃত্যুও হয়েছ অনেকের। বাংলাদেশেও একজন মারা গেছেন যার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া যায়। এবং বর্তমানেও একজন ব্ল্যাক ফাঙ্গাস রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে ব্ল্যাক ফাঙ্গাসের পর নতুন করে দেখা দেয় হোয়াইট ফাঙ্গাস। যা ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও বেশি ভয়াবহ ছিল। এবার ভারতের গাজিয়াবাদে মিলছে ইয়েলো ফাঙ্গাসের সন্ধান । যা ব্ল্যাক এবং হোয়াইট দু ধরণের ফাঙ্গাস থেকেই সাংঘাতিক। তাই এর থেকে বাঁচতে শুরু থেকেই সতর্ক হতে হবে। প্রথমে জানতে এটির লক্ষণ গুলো কেমন?
ইয়েলো ফাঙ্গাসের যেসব লক্ষণ দেখা দেয়
অতিরিক্ত ক্লান্তি বোধ, ওজন কমে যাওয়া, খিদে চলে যাওয়া, হজমে সমস্যা, শরীরে শক্তির অভাব, কোন আঘাত বা ঘা দেরিতে শুকানো, চোখ ভেতরে ঢুকে যাওয়া, চোখের নিচে কালি পড়ে যাওয়াও ইয়েলো ফাঙ্গাসের লক্ষণ।
এ ধরণের কোন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও সতর্ক থাকতে অধিক। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে ছত্রাক বেশি ছড়ায়। তাই সর্বদা পরিচ্ছন্ন থাকায় জোর দিতে হবে।