Skip to content

২৮শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলোকিত অন্দরে দীপাবলি

আলো আর রঙের উৎসব দীপাবলি কড়া নাড়ছে দরজায় দরজায় !দীপাবলি মানেই আলো আর আনন্দে ভরপুর এক উৎসব, যেখানে ঘরের প্রতিটি কোণ আলোকিত  হয়ে ওঠে । অশুভের বিনাশ ঘটিয়ে শুভ বোধকে জাগ্রত করার উৎসব এই দীপাবলি । এ সময়ে নিজের বাড়ির ভিতরটাকেও নতুন করে সাজিয়ে তোলেন অনেকেই। কিন্তু এই দীপাবলিতে ঘর সাজাতে কি প্রয়োজন বিরাট বাজেট বা দামী জিনিস ? মোটেও না ! সামান্য কিছু সাধারণ জিনিস ব্যবহার করেও আপনিও নিজের ঘরকে সাজিয়ে তুলতে পারেন অসাধারণ ভাবে।

দীপাবলিতে ঘর সাজাতে আমরা প্রায়ই দামী সজ্জার জিনিসের কথা ভাবি, কিন্তু সামান্য কিছু সাধারণ উপকরণ দিয়েও ঘরকে করে তোলা যায় অনন্য। এই দীপাবলিতে কেমন হয় যদি বাজেটের চিন্তা না করে, হাতের কাছের জিনিসগুলো দিয়েই ঘর সাজিয়ে তোলা যায়? কিভাবে? চলুন জেনে নিই আকর্ষণীয় অন্দরসজ্জার কিছু সহজ ও সৃজনশীল  টিপস, যা এই দীপাবলিকে আরও উজ্জ্বল করে তুলবে।

দীপাবলিতে সাধারণ জিনিস ব্যবহার করে ঘর সাজানোর জন্য কিছু সহজ ও সৃজনশীল টিপস নিচে দেওয়া হলো। এই টিপসগুলো আপনার ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে—

ডিআইওয়াই প্রদীপ ও মোমবাতি

মাটির প্রদীপের পরিবর্তে ঘরে থাকা ছোট কাচের পাত্রে রঙিন জল ভরে তার উপরে ভাসমান মোমবাতি রাখতে পারেন। কাগজ কেটে বা রঙিন কাচের টুকরা দিয়ে প্রদীপের চারপাশে নকশা তৈরি করতে পারেন। ঘরে থাকা মাটির প্রদীপগুলোকেও পেইন্ট করে নতুন করে রঙিন লুক দিতে পারেন।

আলোকমালা (ফেয়ারি লাইট) ব্যবহার

পুরোনো ফেয়ারি লাইটগুলোকে জানালার পাশে বা আয়নার চারপাশে ঝুলিয়ে দিন।গাছ বা ফুলের তোড়ার সঙ্গে ফেয়ারি লাইট ব্যবহার করে কৃত্রিম গাছপালা তৈরি করতে পারেন।কাচের পাত্রের মধ্যে ফেয়ারি লাইট রাখলে তা সুন্দর টেবিল সেন্টারপিস হিসেবে কাজে আসবে।

ফুলের সাজসজ্জা

গাঁদা, গোলাপ বা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করে দরজা, জানালা বা দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন। এক বাটি জলে কিছু ফুলের পাপড়ি ও মোমবাতি ভাসিয়ে রাখুন, যা ঘরের এক কোণকে আকর্ষণীয় করে তুলবে। ঘরের বিভিন্ন জায়গায় ছোট ফুলদানিতে তাজা ফুলের তোড়া রাখতে পারেন।

রঙ ও রংতুলির ছোঁয়া

কিছু পুরোনো কাপড়ে ডিজাইন করে তাতে রং দিয়ে টেবিল ক্লথ বা কুশন কভার তৈরি করতে পারেন। ঘরের দেয়ালে ছোট্ট আলপনা বা রং দিয়ে আকর্ষণীয় নকশা আঁকতে পারেন।কাগজ কেটে রঙিন ব্যানার বানিয়ে ঘরের বিভিন্ন স্থানে ঝুলিয়ে দিন।

মাটি বা কাদামাটির ছোট্ট মূর্তি বা আর্টপিস

কিছু কাদামাটি বা মাটি দিয়ে নিজেই ছোট্ট মূর্তি বা আর্টপিস তৈরি করতে পারেন এবং এগুলো প্রদীপের পাশে রাখুন। ছোট্ট মাটির পাত্রে কিছু ফুল রেখে ঘরের সাজসজ্জায় ব্যবহার করতে পারেন।

পুরোনো কাপড় বা দড়ির ক্র্যাফটস

পুরোনো দড়ি দিয়ে ম্যাক্রামের মতো কিছু ঘরোয়া শিল্প তৈরি করতে পারেন যা ঘরের একদিকে ঝুলিয়ে দিতে পারেন। রঙিন কাপড় কেটে বা রিবন দিয়ে ছোট্ট ঝুলন্ত ডিজাইন তৈরি করে জানালায় ঝুলিয়ে দিতে পারেন।
এই সহজ ও সৃজনশীল টিপসগুলো ব্যবহার করে আপনার দীপাবলির ঘর সাজানো হয়ে উঠবে আরও উজ্জ্বল, আকর্ষণীয় ও সাশ্রয়ী।

এই দীপাবলিতে সৃজনশীলতার একটু ছোঁয়া আর ছোট ছোট উদ্যোগ দিয়েই আপনার ঘর  উৎসবের আলোয় ঝলমলে হয়ে উঠবে। তবে দামী উপকরণের কথা চিন্তা না করে নিজের সৃজনশীলতাকেই ব্যবহার করুন। কারণ প্রতিটি ছোট্ট ছোট্ট প্রচেষ্টাই আপনার দীপাবলির আনন্দকে দ্বিগুণ করে তুলতে পারে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ