Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া তার ভ্রষ্টতার মূল্য চুকায়
অতঃপর পথ-প্রান্তরে পদতলে পিষ্ট হয়
তার রক্তধারায় রঙিন হয় রাজপথ;
বসন্তের নিদারুণ ক্রোধ কৃষ্ণচূড়ার অঙ্গকে
জ্বালিয়ে ভস্ম করে দেয়।
যে অঙ্গ ছুঁয়েছিল মাঘের কনকনে শীত,
সে অঙ্গ বসন্ত ছুঁবে কি করে বল?
অথচ,নাদান কৃষ্ণচূড়া বিশ্বাস করেছিল শীতকে
কুয়াশা কিংবা প্রথম সূর্য কিরণে,
বিশ্বাস করেছিল শীতের নিঃসঙ্গ দুপুরে,
হাড়কাঁপানো শীতের সুদীর্ঘ একাকী রাত্রিতে
দু’চোখ বুজে মেলে দিয়েছিল তার পাঁপড়ি
অগাধ ভরসায় কুয়াশার চরম স্পর্শে।
তবে, সে কি করে বিশ্বাসঘাতক হয়?
বরং সে নিজেই তো বিশ্বাসের বিষে নীলাক্ত।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ