Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অনন্যার আজীবন সম্মাননাপ্রাপ্ত কারুশিল্পী সরত মালা আর নেই

অনন্যা আজীবন সম্মাননাপ্রাপ্ত কারুশিল্পী সরত মালা চাকমা। ৯০ বছর আগে রাঙ্গামাটির তবলছড়ির মাস্টার কলোনিতে জন্মগ্রহণ করেন তিনি। অনন্যা পুরস্কারজয়ী আরেক প্রখ্যাত শিল্পী কনকচাঁপা চাকমার মা এই সরত।

মাত্র সাত বছর বয়সে সরত মালা চাকমার কারুশিল্পে হাতেখড়ি হয়। বুননশিল্পে সরত মালা চাকমা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোমর তাঁতকে নিয়ে গেছেন মানচিত্রের উর্ধ্বে। শেষ বয়সে একটি চোখে না দেখার কারনে, আরেকটি ভালো চোখ নিয়েই তিনি সেলাইয়ের কাজ চালিয়ে গেছেন। অদম্য ইচ্ছাশক্তি ও অসীম মনোবল এই মহীয়সী নারীকে অনন্য করে তোলে।

সরত মালা সারাজীবনে দেশ-বিদেশে জিতেছেন অসংখ্য পুরস্কার। ২০১৬ সালে উইভার্স ফেস্টিভ্যালে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। ২০২১ সালে কারুশিল্পী সরত মালা চাকমা ‘অনন্যা আজীবন সম্মাননা’য় ভূষিত হন।

সরত মালা অনুপ্রেরণা হয়েছেন অসংখ্য মানুষের। নিজের রেখে যাওয়া কাজের মাঝে তিনি বেঁচে থাকবেন আজীবন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ