Skip to content

২রা অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৭ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

বিবর্ণ সময়

অভিমানের লাল ঠোঁটে আষাঢ়ের মেঘ দেখে
ভয়ে বিবর্ণ সময়ের মুখে বাউলা বাতাস!
ঝড় উঠবে, এই বুঝি চূর্ণবিচূর্ণ করে ছাড়বে 
গুমট আকাশে উত্তাল ঢেউয়ের জলোচ্ছ্বাসে 
অস্থির তল্লাটে জমানো, অভ্যস্তের প্রেম।

বৃষ্টি ঝরে না, ভিজিয়ে দিতে, সবকিছু সৃষ্টির!
মুছে দেয় না ক্লান্তি, তৃপ্তিতে নিতে স্বস্তির শ্বাস।

ক্ষোভে ঘনীভূত বর্জ্যের, উড়ছে কালো ধোঁয়া
ছেয়ে ফেলা নীলাকাশে, বর্ণহীন আচ্ছাদনের
লালচে জং- ঝুরঝুরে ঝরে পৃথিবীর হৃদপিণ্ডে।
খুশি হওয়ার সুযোগ নেই, তোমার হাসি দেখে
কমবে না তো কষ্ট, এমনি জল ঝরার কান্নায়।