গ্রন্থমেলা
গ্রন্থমেলা প্রাণের মেলা
প্রতি বছর আসে,
হৃদয় মাঝে হরষ নিয়ে
ফেব্রুয়ারি মাসে।
গ্রন্থমেলায় গিয়ে আমি
পাই যে বড্ড সুখ,
দীর্ঘ দিন পর দেখতে পারি
লেখক বন্ধুদের মুখ।
গ্রন্থমেলার স্টলে ঘুরে
রোমাঞ্চিত হই,
দু’হাত ভরে কিনি আমি
পছন্দের সব বই।
গ্রন্থমেলার ইতি আমায়
কষ্টের জলে ভাসায়,
কবে আসবে ফেব্রুয়ারি
থাকি সেই আশায়।